ছয় দিন বন্ধ থাকবে হিলি বন্দর
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
হিলি কাস্মমস সি অ্যান্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছয়দিন উভয় দেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে মর্মে ভারতীয় রফতানিকারক ও ব্যবসায়ীরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
গত বুধবার ভারতের হিলি এক্সপোর্টস অ্যান্ড কাষ্টমস কিলিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি রাজেশ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়।
তবে বাংলাদেশ অঞ্চলের বন্দরের অভ্যন্তরে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইন চার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান- বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চালু থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উভয় দেশের বৈধ যাত্রীরা যাতায়াত করতে পারবেন।