ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাদকবিরোধী শপথ

মাদকবিরোধী শপথ

শিক্ষার্থী-শিক্ষকসহ উপস্থিত সুধীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। গতকাল বৃহস্পতিবার নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির শতদল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্বী। আয়োজক সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের হলরুমে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন নবারুন মাদক প্রতিরোধ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম বিপ্লব। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রূপক মুখার্জী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত