ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নান্দাইলে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

নান্দাইলে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ময়মনসিংহের নান্দাইলে একটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার রাজগাতি ইউনিয়নের পাছদরিল্লা গ্রামের মৎস্য চাষি লুৎফর রহমানের পুকুরে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে লুৎফর রহমানের ভাতিজা পলাশ পুকুরে গিয়ে দেখতে পান- পুকুরের অধিকাংশ মাছ ভেসে উঠছে। এর মধ্যে অনেক মাছ মরা। পরে তার ভাই ইলিয়াস ও চাচা লুৎফর রহমানকে জানালে তারা এসে পুকুরের পানিতে নামেন। দেখতে পান পায়ের মধ্যে লাগছে তলিয়ে যাওয়া মরা মাছগুলো। পরে জাল দিয়ে একেএকে তুলেন রুই কাতল মৃগেল সহ বড় বড় মাছ। মৎস্য চাষি লুৎফর রহমান জানান, এই পুকুরে আমাদের প্রায় ১২ লাখ টাকার বেশি মাছ ছিল। এ বছর রুই কাতল মৃগেল তেলাপিয়া শিংসহ দেশীয় প্রজাতির মাছ চাষ করেছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। কয়েক দিনের মধ্যে মাছ বিক্রি করার ইচ্ছা ছিল। কিন্তু এর মধ্যে আমাদের সর্বনাশ হয়ে গেল। মহাজনের কাছ থেকে বাকিতে খাদ্য এনে মাছগুলোকে খায়িয়েছি। মাথায় ঋণের বোঝা। যে ভাবে মাছ মরতেছে আমরা এখন হতাশ হয়ে পরছি। লুৎফর রহমানের ভাতিজা পলাশ ও ইলিয়াস জানান, আমাদের এই পুকুরটিতে ৬০ শতক জমি। এবার বড় সাইজের মাছ কিনে এনে চাষ করেছি। এ পর্যন্ত প্রায় ৯ লাখ টাকার উপরে খরচ হয়েছে। বেশিরভাগ টাকাই ঋণের। মৎস্য চিকিৎসকের পরামর্শ মতে চেষ্টা করতেছি জীবিত মাছগুলো বাঁচানোর। দেড় লাখ টাকার উপরে মরা মাছ পানি থেকে তুলেছি। আমরা এখন কি করবো বুঝতে পারছি না। স্থানীয় মৎস্য চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানান, এই পর্যন্ত আমার সহযোগিতা এবং পরামর্শেই মাছগুলো এতটুকু বড় করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। আমি এসে দেখেছি পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ ভেসে উঠেছে এবং মরে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত