ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রাথমিক শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবি

প্রাথমিক শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবি

১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী : নীলফামারী পিটিআই চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরের সামনে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিটিপিটি প্রশিক্ষনার্থী ও পিটিআইসহ জেলার ৬টি উপজেলার সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন, শিক্ষিকা আমিনা রহমান বৈশাখী, শিক্ষক মাহিদুল ইসলাম, রুহুল আমিন বাবু, শিক্ষক রিপন মিয়া, শিক্ষক ওয়াজেদ আলম রানা, শিক্ষক সাইফুল ইসলাম মানিক, শিক্ষক হাবিবুর রহমাম, শিক্ষক আব্দুল আলিম লেমন প্রমুখ।

পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের যৌক্তিকতা সমূহ তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ভালুকা (ময়মনসিংহ) : উপজেলা পরিষদের সামনে ভালুকাণ্ডগফরগাঁও সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। এ সময় ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক, গোলাম মোস্তফা রুবেল, মোসা. আশরাফিয়া খাতুন, মো. হাবিবুর রহমান, মিজানুর রহমান, হাফিজ উদ্দিন, ফেরদৌস, রমজান আলী, আফতাব উদ্দিন, জসিম উদ্দিন ও আনোয়ারুল হক দিলীপ, মোস্তাক আহাম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে এই কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী প্রাথমিক শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শিক্ষক খন্দকার মাসুদ রানা, টিএম নূরুল আলম, দেলোয়ার হোসেন, শামিমা আক্তার বন্যা, সেলিনা সুলতানা লিখন, রউফুননেছা রাশু, শফিকুল ইসলাম, আবুল কাশেম, রবিউল আহসান, রুহুল আমিন, আফাজ উদ্দিন, আব্দুল মোমিন, বেল্লাল হোসেন, রফিকুল ইসলাম পুটু, শহিদুল ইসলাম, জিয়াউল ইসলাম জিয়া, শাহিনুর রহমান, শামছ উদ্দিন ফিজার, নাসির উদ্দিন, মাহমুদা রাখি, তুহিন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত