ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হত্যা মামলায় শিক্ষক কারাগারে

হত্যা মামলায় শিক্ষক কারাগারে

ফেনীতে টমটম চালক হত্যা মামলার আসামি সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শ্রেণি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে বিষ্ণুপুর গ্রামের তেমুহানি নামক স্থান থেকে গত বুধবার সন্ধ্যায় ফেনী ও সোনাগাজী মডেল থানার পুলিশদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। তিনি বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গুণক গ্রামের আজিজুল হকের ছেলে ।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টমটম চালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে ২০৫ জনের নাম উল্লেখ এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত