ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জমি বিরোধে যুবক খুন

জমি বিরোধে যুবক খুন

পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সলিম মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ও আহত হয়েছে আরো তিনজন।

নিহত সলিম উপজেলা ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামে। জানাগেছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লাদের সাথে তাদের শরীক কালাম ও নিজামদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষ কালাম ও নিজামেরা জমিজমার কোনোকিছু সুরাহা না করেই জোরপূর্বক বাঁশ কাটতে ছিল। এ সময় সলিম মোল্লা বাধা দিলে তাকে লাথি মেরে বাঁশ দিয়ে সজোরে ঘাড়ে আঘাত করলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ কালাম ও নিজামকে আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত