ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ভোলায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জাহান-আরা-আর্কেড’র ৪র্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদকে সভাপতি, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

কমিটি অন্যান্য সদস্যরা হলেন- ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলামকে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, অর্থ সম্পাদক মাই টিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দপ্তর ও প্রচার সম্পাদক ডিবিসি প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কমল বৈদ্য। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদী, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা ও গ্লোবাল টিভি প্রতিনিধি অনিক আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত