কেমিক্যাল ফ্যাক্টরি অপসারণের দাবি আবাসিক এলাকাবাসীর
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আবাসিক এলাকায় স্থাপিত একটি কেমিক্যাল ফ্যাক্টরি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার হাসনাবাদ এলাকায় ‘হেভি গ্লোবাল কেমিক্যালস ফ্যাক্টরি’ সরানোর দাবিতে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। ফ্যাক্টরি থেকে নির্গত বর্জ্যরে দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সংগঠন সু-সচেতন নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষ ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সু- নাগরিক কমিটির আহ্বায়ক ওসমান গনি, এসএম রহমতুল্লাহ, ইউসুফ আলী লষ্কর প্রমুখ। বক্তারা বলেন, আবাসিক এলাকায় স্থাপিত এ ফ্যাক্টরি থেকে নির্গত গ্যাস ও বর্জ্যের ফলে কয়েক গ্রামের মানুষ, পশুপাখি, মৎস্য, জীব-বৈচিত্র্য হুমকির মুখে। অনেকে শ্বাসকষ্ট, চর্ম রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কারখানাটি চালু থাকলে ভবিষ্যতে পরিবেশ হুমকির মুখে পড়বে। স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর পূর্বে এই ফ্যাক্টরি স্থাপন করা হয়। শুরুতে ওষুধ ফ্যাক্টরির কথা বলে কারখানা চালু করা হলেও সেখানে বিষাক্ত গ্যাস ও এসিড তৈরি করা হচ্ছে। কিছুদিন আগে ফ্যাক্টরির ক্লোরিন গ্যাস পাইপ ছিদ্র হয়ে হাসনাবাদসহ আশপাশের এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠে। ফায়ার সার্ভিসের লোকজন গেলে তারাও আক্রান্ত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, জনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরি চালানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।