অনৈতিক কর্মকাণ্ডে বিএনপি নেতা বহিষ্কার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বিএনপির দলীয়নীতি ও আদর্শ পরিপন্থী, অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় এক নেতাকে বহিস্কার করা হয়েছে। তার নাম মো. গোলাম রব্বানী। তিনি পৌর শাখার চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর একদিন আগে দলীয় সিদ্ধান্তে পৌর বিএনপির দপ্তর সম্পাদক মির্জা নজরুল ইসলাম দলের সকল পদ-পদবি থেকে তাকে বহিস্কার করেন। শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর বিচার সালিশের নামে অর্থ নেয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যান গোলাম রব্বানী। তার কর্মকাণ্ডে পৌর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই তাকে বহিস্কার করা হয়েছে। সংশ্লিষ্ট চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বলেন, গোলাম রব্বানীকে বহিস্কারের বিষয়টি শুনেছি। তবে কী-কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, তা আমাদের আগে জানানো হয়নি। কিন্তুু সম্প্রতি একটি বিচার সালিশে টাকা নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বহিষ্কৃত গোলাম রব্বানী বলেন, তার বিরুদ্ধে আনাা সালিশে টাকা নেয়ার বিষয়টি সঠিক নয়। তা ছাড়া আর কী কারণে আমাকে বহিস্কার করা হলো, তাও জানা নেই। তিনি বলেন, এখানে উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে থাকেন। তিনি পৌর বিএনপির লোক হলেও উপজেলা বিএনপির নির্দেশে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তাই হয়তো পৌর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি।