ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জাল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

জাল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

মাছ ধরার রিং জাল ও কারেন্ট জাল চুরির অভিযোগে এক ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান যে, সদর উপজেলার সসরা ইউনিয়নের কাউগা হাটখোলা গ্রামে ৫/৬ গ্রামবাসী মাছ ধরার রিং জাল ও কারেন্ট জাল চুরির অভিযোগে ট্রাক্টর চালক মৃত মেহেরাব আলীর ছেলে তোহিদুল ইসলামেেক বাড়ির কাছের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে হাত পা রশি দিয়ে বেঁধে বেদম পেটায়। মুমূর্ষু অবস্থায় এক পল্লী চিকিৎসকের নিয়ে যাওয়ার তোহিদুলকে মৃত অবস্থায় বাসায় ফেলে তারা পালিয়ে যায়। তোহিদুলের অন্ধ মা তখন বাসায় ছিলেন। মাগরেবের সময় তিনি ছেলেকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে চিল্লাচিলি করলে প্রতিবেশীরা এসে তোহিদুলকে মৃত অবস্থায় দেখেন। ওয়ার্ড মেম্বারকে খবর দিলে তিনি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করেন। এসআই নূর আলী ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। গতকাল শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত