কোস্ট গার্ড অভিযানে হরিণের মাংস উদ্ধার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
কোস্ট গার্ড পশ্চিম জোন আংটিহারা ক্যাম্প ও পশ্চিম সুন্দরবনের কোবাদক ফরেষ্ট ষ্টেশনের যৌথ অভিযানে ৬ কেজি হরিণের মাংসসহ দক্ষিণ বেদকাশির গোলখালি গ্রামের আফতাব মোড়লের ছেলে আলমগীর মোড়ল হাতেনাতে আটক হয়েছেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে গোলখালি সরকারি পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।
কোবাদক ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন, ফরেস্টার জানিয়েছেন এ ঘটনায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।