ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হত্যাচেষ্টা মামলার চার আসামির গ্রেপ্তার দাবি

হত্যাচেষ্টা মামলার চার আসামির গ্রেপ্তার দাবি

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে জাহাজ চালক সেকান্দার আলী হত্যা মামলা চেষ্টার ঘটনার মামলার ৪ আসামির এ পলাতক। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বাদীসহ তার পরিবারকে। গত ১০ সেপ্টেম্বর বিকালে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকায় জমি সংক্রান্ত জের ধরে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির শেখ ওরফে মনির মাতবর তার ভাতিজা বাঁধন শেখ, বাবু শেখ, জসীম শেখ, আরিফ শেখ ও পারভেজ শেখ, দক্ষিণ পাইকপাড়া গ্রামের আকিজ সিমেন্ট কারখানার জাহাজ চালক সেকান্দার আলীর ঘরে ডুকে তাকে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। ঘরের আসবারপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা পাঁচ লাখ টাকা ও সেকান্দারের স্ত্রী লুৎফার গলায় থাকা সোয়া বড়ি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় সেকান্দার বাদী হয়ে সাতজনসহ অজ্ঞাতনামা আরো তিন থেকে চার জনকে আসামি করে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতে মামলা করেন । পলাতক আসামিরা হলেন- দক্ষিণ পাইকপাড়ার দুলাল শেখের পুত্র বাবু শেখ, মৃত মান্নান শেখের ছেলে মনির শেখ, আবু হোসেন শেখের ছেলে জসিম শেখ, চুন্নু শেখের ছেলে আরিফ শেখ। তারা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলার বাদী জাহাজ চালক সেকান্দার আলী গতকাল শনিবার সাংবদিকদের জানান, এ মামলায় সাত আসামির মধ্যে তিনজন জামিনে রয়েছেন। জামিনে থাকা আসামি সেলিম শেখ, বাধন শেখ ও পারভেজ শেখ বাদীকে মামলা তুলে নিতে ও বাদীকে মিথ্যা চাঁদাবাদি মামলা দিয়ে হয়রানিসহ মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা তাদের হয়রানি থেকে মুক্তির পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত