ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দুর্গাপূজা উদযাপনে মতবিনিময়

দুর্গাপূজা উদযাপনে মতবিনিময়

শেরপুরের নকলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে থানার ওসি হাবিবুর রহমানের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ পরিচালনা পরিষদের নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব অশীষ কুমার সাহা প্রমুখ। বক্তারা উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে নারীদের সুরক্ষায় বিশেষ নজর রাখার অনুরোধ করার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত