ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাউবোর জায়গা অবৈধ দখলের চেষ্টা

পাউবোর জায়গা অবৈধ দখলের চেষ্টা

চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের ৫৪ শতক জায়গায় রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে ভরাট করে অবৈধভাবে দখল করে নিচ্ছে চাঁদপুর সদর উপজেলা গাছতলা চৌরাস্তার দুর্বৃত্তরা। চাঁদপুর শহর তলীর বাগাদী ইউনিয়নের ব্যস্ততম এলাকা ও চাঁদপুর-ফরিদগঞ্জ মেইন রোডের পাশে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব (পাউবোর) ৫৪ শতক জায়গায়া স্থানীয় দুর্বৃত্তরা বিগত সরকার পতনের পূর্বে এ জায়গা বালি দিয়ে ভরাট করার কাজ শুরু করে। সরকার পতনের পর কিছুদিন নীর থাকার পর এখন আবার পুনরায় ড্রেজারেরর মাধ্যমে বালি দিয়ে ভরাট কাজ করে দখল করছে। এ চক্রটি শুধু দখলই নয় তারা এ দখল স্থানে স্থাপনা নির্মাণের প্রস্তুতিও নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানতে পেরে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রয়োজন হলে কোটে মামলা করবো। তিনি আরো বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ও মডেল থানার ওসি সাহেককে জানানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, আমি অভিযোগ গ্রহণ করেছি। সরকারি জায়গাটি যে সংস্থার তারা ব্যবস্থা গ্রহণ করলে আমি আইনি সাপোট দিব। তারা আসলে সহায়তা চাইলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত