ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত সোহাগের পরিবারের খোঁজ নিলেন রংপুরের নবাগত জেলা প্রশাসক রবিউল ফয়সাল। গতকাল রবিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামে পৌঁছে সোহাগের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। জেলা প্রশাসককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সোহাগের মা সালমা বেগম ও বাবা রেজাউল মিয়া। এ সময় জেলা প্রশাসক তাদের শান্তনা দেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার, পীরগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ এম এ ফারুক ও ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মায়ের ওষুধ আনতে গিয়ে গত ১৯ জুলাই ঢাকার উত্তর বাড্ডার বাঁশখালী পুলিশ ফাঁড়ির সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পীরগঞ্জের প্রতিবন্ধী সোহাগ মিয়া।