শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

অপসারণ দাবি করে ছাত্রীদের বিক্ষোভ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের কৃষি শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করে ছাত্রীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করা হয়। ওই শিক্ষকসহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে গতকাল রোববার উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি চলাকালে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে প্রায় এক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে আইনি সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ ছাত্রীদের শান্ত করেন। ছাত্রীরা অভিযোগ করে বলেন, কলেজের কৃষি শিক্ষক মাহবুবুল আলম ছাত্রীদের পর্দায় থাকতে নিষেধ করেন। এরই ধারাবাহিকতায় কোনো ছাত্রী নেকাব পড়ে কলেজে আসলে তিনি নিজ হাত দিয়ে খুলে দেন। এ সময় কৌশলে ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দেন তিনি। এ ছাড়া ছাত্রীদের বিভিন্ন কায়দায় কাছে ডেকে নিয়ে আপত্তিকর কথা বলেন ওই শিক্ষক। এতে কলেজে ছাত্রীদের উপস্থিতি কমে গেছে। গত ২২ সেপ্টেম্বর ঘটনাটি জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন কলেজের ছাত্রীরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান তারা। অভিযোগ অস্বীকার করেন মাহবুবুর রহমান বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। শিক্ষক প্রতিনিধি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজের কিছু শিক্ষক ছাত্রীদের উস্কে দিয়ে তার বিরুদ্ধে মাঠে নামিয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবর রহমান এ প্রসঙ্গে বলেন, ছাত্রীরা আমার কাছে কোনো অভিযোগ না দিয়ে ইউএনও’র নিকট অভিযোগ করেছেন।