ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে ওয়ালিউল্লাহ নিবির নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের এক নাম্বার প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত নিবির ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকার আমান মিয়ার ছেলে। তিনি শহরের ইউনাইটেড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রেলওয়ে পুলিশ ও নিহতদের পরিবারের স্বজনেরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের দরজায় বসে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন নিবির। ট্রেনটি স্টেশনের ফ্লাটর্ফমে প্রবেশ করার সময় ফ্ল্যাটফর্মের দেয়ালে ধাক্কা লেগে ট্রেনের দরজা থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান তিনি ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত