ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক

অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গত রোববার রাতে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন নারী এবং একজন শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা গত ১৭ জুলাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ করে। আটকরা হলেন- ভারতীয় নাগরিক কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫), স্বামী- ল্যাক্সম্যান গ্যাভান্ড এবং গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫), বাবা- লাক্সমান গাওয়ান্ড। তারা ভারতের মহারাষ্ট্রে বসবাস করেন বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত