ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যশোরে ৬ দিনব্যাপী বইমেলা

যশোরে ৬ দিনব্যাপী বইমেলা

যশোরে ৬ দিনব্যাপী বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে আজ মঙ্গলবার বিকাল ৪টায়। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে প্রথমা প্রকাশন এই বইমেলা আয়োজন করেছে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বেলা ১১ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনসহ মেলা চলবে আগামী ৬ অক্টোবর রোববার পর্যন্ত। অনলাইনের এই সময়ে মানুষকে বইমুখী করার জন্য এবং নতুন পাঠক তৈরির জন্য প্রথমা প্রকাশনের এই আয়োজন। মেলা থেকে বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ রয়েছে। প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৭০ ও অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে। এ ছাড়া ভারতীয় বইয়ের ক্ষেত্রে এক রুপির বিপরীতে ১ টাকা ৫০ পয়সা থেকে ৮০ পয়সা দরে বই কেনা যাবে। প্রসঙ্গত প্রতি বছর যশোরে প্রথমা প্রকাশনীর পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত