ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ট্রাকের ধাক্কায় নিহত দুই

ট্রাকের ধাক্কায় নিহত দুই

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

গতকাল সোমবার সকাল ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।

আহতরা হলেন- নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৬), হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন (৩৫) ও একই এলাকার কাদিপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে এনামুল হক (৫০)।

স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ

বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক। এতে ভ্যানগুলো দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত