ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নানা আয়োজনে জাতীয় কন্যা দিবস পালিত

নানা আয়োজনে জাতীয় কন্যা দিবস পালিত

গতকাল সোমবার জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিলো ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’।

চুয়াডাঙ্গা : দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত। অতিথিরা জেলার ১১টি নারী সংগঠনের হাতে ৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

তিতাস (কুমিল্লা) : উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. রেহানা বেগম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোসা. শারমিন আক্তার প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। এতে স্বাগত বক্তব্য দেন, ঈশ্বরগঞ্জ মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা।

আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্প গণকবাড়ি শাখার আয়োজনে আশুলিয়ার পবনারটেক আইডিয়াল ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে এ কর্মসূচি পালন করা হয়।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলাবিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তারেক আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী মিয়া।

বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ) : উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক এবিএম আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সুত্রধর প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত