যমুনায় পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি অব্যাহত রয়েছে। একদিনে সিরাজগঞ্জ পয়েন্টে ৬২ সে. মিটার ও কাজিপুর পয়েন্ট ৬৩ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে যমুনার তীরবর্তী ৫টি উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দফায় দফায় প্রবল বর্ষণে যমুনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকদিন ধরে যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চলসহ অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৬২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২.৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজিপুর পয়েন্টে ৬৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২.৫৩ মিটার নিচ প্রবাহিত হচ্ছে। বিশেষ করে শাহজাদপুর ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনার পানি আরো কয়েকদিন বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।