বাকি টাকা চাওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুর সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আসামি শাহেব আলীকে (৩৫) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর সালাম উপজেলার একই এলাকার ইয়াজুদ্দিনের ছেলে।
লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ছয় থেকে সাত মাস আগে দোকান বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে নিহত আব্দুর সালামের সঙ্গে অভিযুক্ত আসামি শাহেব আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার আব্দুর সালাম তাকে চড়-থাপ্পর মারেন। এ সময় আসামি শাহেব আলী দোকানদারকে হত্যার হুমকি দেন।
ওই রাতে দোকানে আব্দুর সালাম একা সুয়ে ছিলেন। এ সুযোগে আসামি শাহেব রাত দেড়টার দিকে সালামকে ঘুমন্ত অবস্থায় দোকান থেকে তুলে নিয়ে এসে রাস্তার ওপরে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে এলোপাথারি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই দোকানদার আব্দুর সালামের মৃত্যু হয়। এ সময় তার দোকানে আগুন দেয়।
পরে পুলিশ খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আসামি শাহেবকে রাতেই আটক করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।