নেত্রকোনায় ভারত থেকে চোরাই পথে আমদানি করা ২ হাজার ৫০০ কেজি চিনি, ৩ হাজার ৪১১ কেজি গুড় ও নোংরা পরিবেশে চিনি থেকে উৎপাদিত ৬ হাজার ৮৫৮ কেজি মিশ্রি জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সীমান্ত উপজেলা কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি-মোড় এলাকা থেকে এসব মালামাল জব্দ করে সেনা ও পুলিশের যৌথবাহিনী। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ১৩ হাজার ২০ টাকা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে মামালাম জব্দ করা হয়। শনিবার বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লেংগুরার বিওপি ক্যাম্প পরিদর্শন করেন। পরে জনসাধারণের সাথে চোরাচালান বিরোধী এক মত বিনিময় সভায় মিলিত হন তিনি। এর পরই চোরচালানির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়।
এদিকে, নেত্রকোনার সীমান্তবর্তী অন্য উপজেলা দুর্গাপুরে পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে ছাত্র জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনা সদস্যরা। গত সোমবার দিবাগত রাতে পৌর শহরে সাধুপাড়া এলাকার হাসপাতাল সড়ক থেকে এই মাদক জব্দ করা হয়। জানা যায়, গত সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে আসা দ্রুত গতির একটি সাদা প্রাইভেটকার স্থানীয় একজনকে ধাক্কা দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া দেয়। পরে আরোহীরা সড়কের ওপর গাড়িটি রেখেই পালিয়ে গেলে উৎসুক ছাত্র-জনতা ভেতরে মদের বোতল দেখতে পায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যগণ এসে বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেন। জব্দ মদের বোতলের মধ্যে রয়েছে ৭৫০ এম এল আইএস ভটকা ২৪টি, রায়েল স্টিক ৬০টি, ব্লেন্ডার ৭৪টি, সিগনেচার ৩৬টি ও ওল্ড মং ৪৬টি।
দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জব্দ মদ ও প্রাইভেটকারটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।