যশোর চেম্বারের নির্বাচন ৩০ নভেম্বর
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে আর কোনো বাধা নেই। মামলার রায় পক্ষে থাকায় নির্বাচণের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর দিবার্ষিক নির্বাচন। নির্বাচনের জন্য প্রস্তুতির অংশ হিসেবে চলছে সদস্য চাঁদা আদায়। চেম্বার অব কমার্সের মোট সদস্য ১০ হাজার ৮০০।
২০১৪ সালে একটি মামলা সংক্রান্ত জটিলতায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন থেমে যায়।
সেই থেকে কমিটি ছাড়া চলছে যশোরের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি। দীর্ঘ ১০ বছর নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের হাতে দায়িত্ব হস্তান্তর করা যায়নি। একজন সরকারি কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলা জটিলতা কাটিয়ে বিগত বছরগুলোতে কয়েক দফা তফসিল ঘোষণার পরও হয়নি ভোটগ্রহণ।
নির্বাচন পরিচালনা বোর্ডের আহ্বায়ক ও যশোর সিনিয়র সহকারী কমিশনার আনোয়াার হোসেন জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন বোর্ড প্রয়োজন বোধে তফসিল সংশোধন, সংযোজন ও বিয়োজনসহ পূণবিজ্ঞপ্তি প্রদান করতে পারবেন।
তিনি বলেন- নির্বাচনের তারিখের পূর্ববর্তী ১২০ দিনের মধ্যে অর্থ্যাৎ যারা ২ আগস্ট পর্যন্ত সদস্য হয়েছেন এবং ২০২৪-২০২৫ অর্থবছরের প্রাপ্য চাঁদা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করেননি এমন কোনো সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন না, তারা ভোটার বলে গণ্য হবেন না।