ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্র-জনতার ওপর হামলার আসামি গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর হামলার আসামি গ্রেপ্তার

সরকার পতনের একদফা দাবিতে গত ৫ আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা জাফর আহমদের ছেলে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন জানান, গত সোমবার কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সালাহ উদ্দিনের বাবা জাফর আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান ও তালিকাভুক্ত ইয়াবাকারবারি এবং আওয়ামী লীগ নেতা। তিনি আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির অবৈধ মাদক কারবারের অন্যতম ক্যাশিয়ার ও সহযোগী। র‌্যাব-১৫ জানায়, ৫ই আগস্ট টেকনাফে আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার ঘটনার পর থেকে আসামী সালাহ উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গত ৫ আগস্ট কক্সবাজারের টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত