ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিজিবির টহল জোরদার

বিজিবির টহল জোরদার

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে সাতক্ষীরা সীমান্তে যে সব এলাকায় পূজামণ্ডপ রয়েছে, সেসব এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

গতকাল বুধবার সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৮ থেকে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে গতকাল সকাল ৮টা থেকে সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে যেসব পূজামণ্ডপ রয়েছে সে সমস্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

তিনি জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় সাতক্ষীরা সদর উপজেলায় ২০টি ও কলারোয়া উপজেলায় ২০ টিসহ মোট ৪০টি পূজামণ্ডপ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত