ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ব্যাটারীচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। অটোরিকশায় থাকা আরো ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার ডাংরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দাইল পৌর এলাকার দশালিয়া গ্রামের মৃত নবী নেওয়াজের পুত্র ইজিবাইকচালক মো. ফিরোজ মিয়া (৫৮) ও উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুতরাটিয়া গ্রামের মৃত আমজদ আলীর পুত্র অটোরিকশার যাত্রী বাদল মিয়া (৩৫)।

নান্দাইল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে আসা ভৈরবগামী শ্যামল ছায়া বাস ও নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইলগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশায় থাকা আরো সাত যাত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত