ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

বীরগঞ্জে  দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হল রুমে আসন্ন শারদীয় দুর্গোৎসবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধ অনুষ্ঠিত সভায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী সভাপতির বক্তব্যে বলেন, সম্প্রীতির বড় বন্ধন এই বাংলাদেশে অতীতকাল থেকে সুসংগঠিত। এ উৎসবটি আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি তার জন্য এই আয়োজন। এইজন্য আমাদের সবাইকে আইনশৃঙ্খলার সহযোগিতা পাশাপাশি আন্তরিকতার পরিচয় বহন করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ-জোনালের ডিজিএম ফেরদৌস আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বীরগঞ্জ থানার ওসির প্রতিনিধি এস আই রাজিউর রহমান, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, তহিদুল ইসলাম, নুরুল ইসলাম, আনিসুর রহমান আনিস, রাজিউর রহমান রাজু, জাকির হোসেন রাজা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশ চন্দ্র রায়, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন প্রমুখ। বীরগঞ্জ উপজেলায় ১৬০টি মণ্ডপে ৮০ টন চালের ডিও প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত