ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে গতকাল বুধবার সারাদেশে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মুন্সীগঞ্জ

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল ইসলান, সিনিয়র সহ-সভাপতি মোজ্জামেল হক. সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন লিটন প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ)

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের নবম ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন- প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম, শিক্ষক রোখসানা ইয়াসমিন রিটা, রমজান আলী, শফিকুল ইসলাম সেলিম, নুরুল হক, আলা উদ্দিন সরকার প্রমুখ।

নকলা (শেরপুর)

শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি ও সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন।

হালুয়াঘাট (ময়মনসিংহ)

হালুয়াঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বোরহান উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, আনিসুজ্জামান, রেহানা পারভিন, সঞ্জয় সরকার,মোহাম্মদ আক্তার হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ)

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের নবম ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফুলপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম, শিক্ষক রোখসানা ইয়াসমিন রিটা, রমজান আলী, শফিকুল ইসলাম সেলিম, নুরুল হক, আলা উদ্দিন সরকার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত