সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার অলিপুর-সড়াতৈল আঞ্চলিক সড়কের প্রায় ৫০০ মিটার কাঁচা সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিনেও। এতে ১০ গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলার হাটিকুমরুলে উত্তরবঙ্গ মহাসড়কের সঙ্গে যুক্ত এ সড়ক খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১ বছর আগে এ সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাকা করেন। আমডাঙ্গা থেকে সড়াতৈল মাদ্রাসা মোড় পর্যন্ত অংশ পাকার কাজ শেষ হয়েছে। অবশিষ্ট মাত্র ৫০০ মিটার রাস্তা কাঁচা থাকায় বৃষ্টির দিনে কাদার সৃষ্টি হয়। এতে এলাকাবসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদারসহ স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া, বড়হর, বাগদা, চর বাগদা, রশিদপুর, পাগলা বোয়ালিয়া, গুয়াগাঁতি, অলিপুরসহ কমপক্ষে ১০ গ্রামের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। এ সড়ক দিয়ে হাটিকুমরুলে উত্তরবঙ্গ মহাসড়কে যেতে হয় প্রতিনিয়ত লোকজনকে।

বিশেষ করে সড়কের কাঁচা অংশের দুরবস্থার কারণে শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলেই ৫-৬ দিন পর্যন্ত এই কাঁচা অংশ কাঁদায় পরিপূর্ণ হয়ে থাকে। স্থানীয়রা অবিলম্বে এ সড়কের ৫০০ মিটার কাঁচা সড়ক পাকা করার ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, এ সড়কের ৪ ভাগের ৩ ভাগ অংশ পাকা করার কাজ শেষ হয়েছে। নতুন করে বরাদ্দ পেলে বাকি ৫০০ মিটার কাঁচা অংশ পাকা করার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।