ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিকদের সঙ্গে র‌্যাব কর্মকর্তার মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে র‌্যাব কর্মকর্তার মতবিনিময়

আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধভাবে কক্সবাজার জেলার সকল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গত সোমবার উখিয়া প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মুহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় র‌্যাব-১৫ অধিনায়ক সাজ্জাদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পসহ আমাদের আওতাধীন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের আভিযানিক দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত