ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে এলজিইডির সঞ্চয়ের চেক ও সনদ বিতরণ

বীরগঞ্জে এলজিইডির সঞ্চয়ের চেক ও সনদ বিতরণ

বীরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পের আওতায় ১১০নারীকর্মীর ৪ বছরের সঞ্চয় ১কোটি ৩৩ লাখ ২২ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী এলজিইডি কার্যালয়ে উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন- আপনাদের চার বছরের সঞ্চয়ের টাকা মনে করবেন এটাই ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি। এই টাকা আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যতে আপনারা অনেক কিছুই করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর এলজিইডির ট্রেনিং অফিসার মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ এলজিইডির সিনিয়র একাউন্টেন্ট মো. মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১১০ জন নারী কর্মী প্রত্যেকে অতিথিদের কাছ থেকে ১ লাখ ২১ হাজার টাকার চেক ও সনদপত্র গ্রহণ করেন। ১১০ জনের মাঝে এক কোটি ৩৩ লাখ ২২ হাজার টাকার। আর্থিক চেক ও সনদ পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত