ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের সনদ দিলো এলজিইউডি

শিক্ষার্থীদের সনদ দিলো এলজিইউডি

বিভাগীয় বৃত্তি ও শিক্ষক সহায়তাকারী শিক্ষার্থীদের সনদ দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন (এলজিইউডি) বিভাগ।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিভাগীয় বৃত্তি ও শিক্ষক সহায়তাকারী শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।

বিভাগীয় প্রধান মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ, প্রভাষক মো. মুস্তাফিজুর রহমান, প্রভাষক মাহিদুল ইসলাম মাহিম ও প্রভাষক মো. আবু সায়েমসহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. বখতিয়ার উদ্দিন বলেন, এই বিভাগটি হলো ‘স্ট্যান্ডিং আউট ফরম দ্য ক্রাউড’। এই বিভাগটি নিজেদের উদ্যোগে নিজ বিভাগের শিক্ষার্থীদেরই বৃত্তি দিচ্ছে যা প্রশংসার যোগ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত