ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

বিভিন্ন দাবি আদায়ে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবারও এ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

চাঁদপুর : শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বেতন নির্ধারণ করাসহ প্রাথমিক শিক্ষকদের দাবি আদায়ে চাঁদপুরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসসংলগ্ন ষোলঘর সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা। পরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা সভাপতি ফররুখ আহমেদ ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারীসহ অন্যান্য শিক্ষক নেতা।

নেত্রকোণা : দাবি মোদের একটাই, ১০ম গ্রেড বাস্তবায়ন চাই- এ প্রতিপাদ্যে নেত্রকোণার বারহাট্টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বিভিন্ন শ্লোগান লিখা পোস্টারও প্রদর্শন করেন।

অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, গোড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, শেখেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হারুন, যশমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির কুমার রায় প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

নওগাঁ : সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে নওগাঁয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তির মোড় পিটিআই গেটের সমানে প্রধান সড়কে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। আহসান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চকআতিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সমন্বয়ক মাসুদ রানা, আব্দুল হাই আব্দুর রাজ্জাক, আব্দুল হাকিম ও মেজবাউল হক প্রমুখ।

কুড়িগ্রাম : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদোন্নতি ও গ্রেড অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষকরা। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খন্দকার বলেন, আমরা সরকারের বিপক্ষে নই, আমরা সরকারের উন্নয়নে সহযোগিতা করে সরকারের পাশে থাকতে চাই। সরকারি চাকরীজীবি হিসেবে আমাদের ন্যায্য দাবি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডের বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত