সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার সময় সাতক্ষীরা সীমান্ত এক নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সাতক্ষীরার পদ্মশাখরা ও হিজলদী সীমন্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরার সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে জসিম উদ্দিন, ভোমরার লক্ষিদাঁড়ী গ্রামের আসাদুল সরদারের ছেলে বিলাল হোসেন, একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. শামসুজ্জামান ও শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী, ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রেমের মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মো. মামুন।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সুলতানপুর মাঠ এলাকায় ভারত থেকে অবৈধ প্রবেশের সময় এক নারীসহ দুইজনকে আটক করা হয়।

পদ্মশাখরা বিওপির সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশান এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া সময় তিনজনকে আটক করা হয়।