ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক পাঁচ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ভারতে অনুপ্রবেশের সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে পাঁচজনকে আটক করেছে বিজিবি। ২৫ সরাইল ব্যাটালিয়ানের ধর্মঘর বিওপির সদস্যরা গত শুক্রবার রাতে ধর্মঘর-সন্তোষপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মেঘনাপাড়া গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫), অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের মৃত কাঁচারাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০), একই গ্রামের রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেস দাসের স্ত্রী সতী দাস (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা জানান- সীমান্ত এলাকায় স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জনপ্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যেতে চেষ্টা করছিলেন।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রশের চেষ্টাকালে বিজিবির সদস্যরা উল্লেখিত লোকদের আটক করে। মামলা করে রাতেই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।