ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

যথাযথ মর্যাদায় গতকাল শনিবার সারাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।

সাভার (ঢাকা) : দিবসটি উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সাভার উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার।

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রিনাত ফৌজীয়া ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নয়াবাজার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মালেক মিয়া, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির বিদ্যুৎসায়ী সদস্য অ্যাড. নিলুফা ইয়াসমিন, কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাবুল আক্তার, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা বেদৌরা আলী।

সিরাজগঞ্জ : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের নির্দেশনায় শাভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।

এ সময় রবির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দিনাজপুর : বর্ণাঢ্য র‍্যালি শেষে দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা।

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার মিরাজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.স.ম আব্দুল মঈদ, দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মারুফা বেগম, ফুলবন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল রাজ্জাক প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে লেবুখালী বাউফল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক?ই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশীদ, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান প্রমুখ।

হাজীগঞ্জ (চাঁদপুর) : দিবসটি উপলক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ হলরুমে হাজীগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার আয়োজিত আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আবু ছাইদ। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত