ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করেছে বিজিবি। গত শনিবার রাতে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাতলমারি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদেরকে তল্লাশি করে ভারতীয় ৪টিএটিএম কার্ড ও ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
আটকরা হলেন- ঢাকা সাভারের শিমুলতলা এলকার খলিল মিয়ার ছেলে সোহান (৩২), ঘাটাইল উপজেলার বগার মধ্যপাড়া এলাকার জবেদ আলীর পুত্র সাইফুল (৩৫), শরীয়তপুর জেলার পালং মডেল থানার মাকসাহার এলাকার মৃত আ. হেকিমের ছেলে আব্দুল জব্বার (৩৫) ও হালুয়াঘাট উপজেলার কাতলমারি এলাকার মৃত হাছান আলীর ছেলে আ. রহিম (৫০)।
এ ঘটনায় নায়েব সুবেদার মসিউর আলম বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের।