বাঘ-বিধবাদের নিয়ে সামাজিক সংলাপ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

গত শনিবার উপজেলার কলবাড়ীর সিডিও অফিসে ইকো-মেন প্রকল্পের আওতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর গ্লোবাল ক্লাইমেন্ট জাস্টিসের আয়োজনে এবং বাংলাদেশ এনভায়রমেন্ট অ্যান্ড ডেভলমেন্ট সোসাইটি (বেডস) এর সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। জীবন-জীবিকার তাগিদে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারা ২০ জন ‘বাঘ- বিধবা’ এবং স্থানীয় সুন্দরবন বিশেষজ্ঞ ও যুবরা এই সংলাপে অংশ নেন। সংলাপে ইকো- মেন প্রকল্পের জেলা সমন্বয়কের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুন্দরবন বিশেষজ্ঞ পিযুষ বাউলিয়া পিন্টু, জলবায়ুকর্মী শামিম হোসেন, সাংবাদকর্মী জুবায়ের মাহমুদ, ইয়ুথনেট ফর গ্লোবাল ক্লাইমেন্ট জাষ্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়ক ইমাম হোসেন ও এনজিওকর্মী রুবিনা পারভীন।