ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাংশা মাছপাড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে শিয়ালডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় কয়েকটি বাস, ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতির সংগঠিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন কয়েকজন যাত্রী। কে এম আর শাহিন নামে এক যাত্রী স্ট্যাটাসে বলেন, ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত।

অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনে প্রায় ৫-৭টা বাস ট্রাক ও প্রাইভেট কারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। এ সকল পরিবহনে থাকা যাত্রীদের নিকট থেকে টাকা মোবাইলসহ দামি মালামাল লুটে নিয়ে গেছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। আরেক যাত্রী মো. রিংকু তার স্ট্যাটাসে বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এখন ডাকাতের অভয়রণ্য। প্রায় প্রতিরাতেই হচ্ছে- ডাকাতি, আমিও এর শিকার। দেশটা কোথায় যাচ্ছে বলতে পারেন? বলার ভাষা নেই। পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, রাতে বৃষ্টি মধ্যে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছিল। পাংশা ও খোকসা থানা পুলিশের তৎপরতায় ডাকাতি সংগঠিত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত