ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ

আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) এর ১ম ব্যাচের তিন দিনব্যাপী ইনপার্সন শিক্ষক প্রশিক্ষণ গতকাল রোববার চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ম ব্যাচের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনারারী অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রশিক্ষণের প্রথম দিন সিপিডির মাস্টার ট্রেইনার অধ্যাপক ড. আসিরুল হক এবং মো. আব্দুল হাই ৩টি সেশনে প্রশিক্ষণার্থীদের ইনট্রোডাকশন টু পেডাগোজি, লার্নিং এপ্রোসেস এন্ড ওবিই, কন্সট্রাকটিভ এ্যালাইনমেন্ট এন্ড ব্লুম টেক্সোনমি এবং গ্রুপ ওয়ার্ক সেমিনার প্রেজেন্টেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৯টি কলেজের ২৮ জন পুরুষ এবং ১২ জন মহিলা পাঠদানকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। কোর্স উপদেষ্টা এবং প্রশিক্ষণার্থী উভয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত