ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢিমেতালে জমে উঠেছে পূজার বাজার

ঢিমেতালে জমে উঠেছে পূজার বাজার

যতই দিন ঘনিয়ে আসছে ততই পূজার বাজার ঝিমিয়ে পড়েছে। গ্রামের হাটবাজার থেকে শুরু করে নীলফামারী শহরের প্রধান প্রধান বাজার ও মার্কেট গুলোতে ঢিমেতালে কেনা কাটা চলছে। শহরের বাজার পৌর সুপার মার্কেট, নীলফামারী পৌর সুপার মার্কেট, এবাদত প্লাজা, মোরাদ হোসেন মার্কেট, মকবুল হোসেন মার্কেটসহ দিনরাত বিক্রিতে ঝিমাচ্ছে দোকানীরা।

গতকাল সোমবার সরজমিনে বড় বাজার সুপার মার্কেটে তৈরি পোশাকের দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের সাদামাটা দৃশ্য। তৈরি কাপড় ব্যবসায়ী আলহাজ্ব মকবুল হোসেন বলেন, গতবারের তুলনায় এবার কেনাবেচা একেবারে কম তবে সন্ধ্যার দিকে কিছুটা পুজোর গ্রাহক আসে।

নীলফামারী বাজারের ব্যবসায়ী কালাচাঁদ কুন্ডু বলেন, নীলফামারী শহরে কোনকালেই কোনরকম অঘটন ঘটেনি, এখানে মুসলিম সম্প্রদায় সাহায্য সহযোগিতা করে থাকে যুগের যুগ ধরে। মুলত শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুটা আতঙ্ক থাকলেও সেটা কেটে গেছে। মোরাদ হোসেন মার্কেটের কাপড় ব্যবসায়ী লিটন কুন্ডু বলেন, বেচাকেনা চলছে তবে গতবারের তুলনায় কম, অনেকে সৈয়দপুর ও রংপুরে যাচ্ছে মার্কেট করতে তাই এমনটা হয়েছে। পূজা বিষয়ে নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, নীলফামারী পৌর এলাকা সহ গোটা সদরের সব পূজা মণ্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক কর্মী থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত