ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফুলপুরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

ফুলপুরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফুলপুরে বন্যার মারাত্মক অবনতি হয়েছে। উপজেলার অধিকাংশ গ্রামের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, গত ৩০ বছরের মধ্যে এমন বন্যা আর হয়নি। উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নের প্রায় সব গ্রাম পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ফুলপুর পৌর সদর, রূপসী, বালিয়া, বওলা, ভাইটকান্দি ও রামভদ্রপুর ইউনিয়নের অনেক গ্রামে বন্যা হয়েছে। এসব এলাকার আমন ফসল ও সবাজি খেত বিনষ্ট হয়েছে। ফিসারির মাছ ভেসে গেছে। কৃষক ও এলাকাবাসি চরম হতাশায় দিনাতিপাত করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, উপজেলার ১৬২০ হেক্টর জমির রোপা আমন ধান সম্পূর্ণ ও ২৪৪০ হেক্টর জমির আমন ফসল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়া সবজি ফসল ৭৫ হেক্টর জমি সম্পুর্ণ ও ৭০ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিমএম আরিফুল ইসলাম জানান, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের নিয়ে এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত