হিন্দুদের মাঝে জামায়াতের সহায়তা প্রদান
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসচ্ছল, দুঃস্থ্য হিন্দু পরিবার কে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলা জামায়াত। গতকাল সোমবার সকালে হিন্দু সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে সহায়তা প্রদান করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা ও সেক্রেটারি এ এসএম বদরুদ্দোজা। উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ বাবুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাশ, সহ-সভাপতি কৃষ্ণ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাশ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলায়েত হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাইন উদ্দিন ও চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি এমদাদুল হক প্রমুখ।