সুন্দরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা সম্পর্কিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু।
সোনারায় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আনিছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপণ, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্ত সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সরকার বাবলু, সাধারণ সম্পাদক আল্পনা রানী গোষ্মামী প্রমুখ। এতে উপজেলার পনের ইউনিয়নের ১১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।