জমি সংক্রান্ত মামলায় আটক এক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ভূমিদস্যু, সম্পত্তি জবর দখল, নং- সি-আর ১৯০/২৪ মামলায় মনিরুজ্জামান চৌধুরী জামিন চাইলে আদালত তার জামির নাম মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
গত রোববার বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বীরগঞ্জ পৌর শহরের সুজালপুর ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকার মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে মনিরুজ্জামান চৌধুরীকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা যায়, বীরগঞ্জ পৌরসভার সুজালপুর মৌজার জে, এল নং -১৬৮, খতিয়ান নং- এসএ-২৩, খারিজ -৬৭৭৩, দাগ নং-১২২৮, রকম লা: ১,৮৪ একর সম্পত্তির বৈধ মালিক মৃত. তমিজ উদ্দিনের ছেলে মো. আব্দুল বারিক মামলা করেন।