ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেশি দামে ডিম বিক্রির দায়ে জরিমানা

বেশি দামে ডিম বিক্রির দায়ে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে ডিম বিক্রি ও বিক্রির রশিদ না থাকায় ৩ ডিমের আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মাহমুদ হাসান রনি। ডিমের বাজার অস্থিরতা রোধ করতে গত সোমবার দিনভর ওই উপজেলার মোহনপুরসহ বিভিন্ন বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি ও বিক্রির রশিদ না দেয়ায় মুন এগ্রোভিটকে (পোল্ট্রি খামার) ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়ত ও সিরাজ ডিমের আড়তকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত