ইলিশের মান রক্ষায় চাঁদপুরে ল্যান্ডিং স্টেশন করা হবে
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সাধারণ জনগণ নদীতে যায় না। নদীতে মাছ ধরতে যায় জেলেরা। আর জেলেরদের নিয়ন্ত্রণ করেন। আপনাদের টাকায় জেলেরা নদীতে মাছ শিকার করেন, নদীতে জাল ফেলেন। শুধু মুখে বললে হবে না বদলে ফেল বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।
তিনি বলেন, ইলিশের মান রক্ষায় চাঁদপুরে একটি ল্যান্ডিং স্টেশন করা হবে। চাঁদপুর সদরে ১৬ হাজার জেলে নৌকা রয়েছে। অভিযানের সময় কোন নৌকায় ইঞ্জিন থাকতে পারবে না। ইলিশ সম্পদ রক্ষা হলে সবচেয়ে বেশি লাভবান হয় জেলেরা। জেলাপ্রশাসক বলেন, মা ইলিশ রক্ষায় এ বছর কোস্ট গার্ড, নৌ-পুলিশের অতিরিক্ত সদস্য আনা হবে। এ ছাড়া সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, তারাও সহযোগিতা করবে। অভিযানের সময় কোনো বরফকল খোলা থাকবে না।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার, মৎস্য ব্যবসায়ী আকবর আলী, কেএম সালাউদ্দিন।