এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি করেন নার্সরা।
সাতক্ষীরা : নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ জেলা কমিটির আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতালে গেটের সামনে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলো জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। সেসব ওয়ার্ডে নার্সরা দায়িত্ব পালন করছেন। কর্মবিরতি নার্স বক্তব্য রাখেন, নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী, সদর হাসপাতালে নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, সাতক্ষীরা সদর হাসপাতালে সিনিয়র স্টাপ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাপ নার্স আফিফা তাজরিমিন, তাপোসী মণ্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিন প্রমুখ।
শেরপুর : শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নির্ধারিত স্থানে একাডেমি ভবন নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের বাংলোয় তালা ঝুলিয়ে এক ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রাখে।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের অফিস কক্ষে ঢুকে তাদের এক দফা দাবি মেনে নেয়ার জন্য অবস্থান নেন। ঘন্টাখানিক অবস্থান নেয়ার পর জেলা পুলিশ সুপার এবং কলেজের ভাইস প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষক এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার জন্য আলোচনায় বসেন। পরে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ডিসির বাংলোর তালা খুলে দিয়ে কলেজে ফিরে যায়।